শেষ যুদ্ধ





তৃতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়ে গিয়েছিল কিন্তু খেয়াল করছিল না কেউ,
আসলে প্রত্যেক কে গতিশীল করে রাখা হয়েছিল দৌড়-প্রতিযোগিতায়
যেন প্রত্যেকেরই পাহাড় ছুঁতে হবে খেলাটা তেমন করেই সাজানো-
একটাও বোমারু বিমান উড়ছিল না ধূর্ত চিলের মতো, নিমেষে ছোঁ
ঘরের ভিতরে পৌঁছে যাচ্ছিল হিলহিলে সরীসৃপের কায়দায়,নতুন বিষে
শিশুদের মাথায় খেলে উঠছিল এক একটা আদিম রক্ত খেকো পোকা
মঙ্গল গ্রহের সিঁড়ির দিকে ঝাঁকে ঝাঁকে তাকিয়ে ছিল বিস্মিত মানুষ
পায়ের তলায় যখন গলিয়ে দেওয়া চলছিল সমস্ত বিশ্বস্ত ঠান্ডা চাঙড়
খবরে খবরে ধর্মে আর উৎসবের উদযাপনে আর স্বপ্নের বিজ্ঞাপনে
যন্ত্রের মিছিলে মিছিলে অরণ্যের নেড়া গাছের মতো চুপচাপ ভিড়ের নীচে
নদীটা চুরি হয়ে যেতে যেতে,আকাশটা ঢাকা হয়ে যেতে যেতে কখন
যেন প্রত্যেকেরই বোকা হয়ে থাকা মিশনের অন্ধকার মেনে নেওয়া দিনে
কেউ, কেউই খেয়াল করছিল না তৃতীয় বিশ্বযুদ্ধ,গল্প বলছিল প্রথম ও দ্বিতীয়র ।

                                                                                                      ---- অ-নিরুদ্ধ সুব্রত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন