সিরিজ হবন


হবন।।

।।৫।।

ঘাসের মতন সবুজ মানুষেরা আমাদের পৃথিবীতে আসবে

গাছের ডাল আর শহরের পাখিরা ভীষণ মজা পায়

        প্রতিটি পদক্ষেপ যখন এমন-ই সার্থক পৃথিবীর ভাষায়

জলের গভীরের তলে ব্যাং আর মাছেরা

পুষ্করিণীর শাদাপুষ্পিত স্তব

 জীবনের পার্থক্য শুধু আকাশের রঙিন পটভূমি চেনায়

কাকের কা কা আর চড়ুইয়ের কিচিরমিচির শব্দের ছন্দের একটি বিরাট কবিতা-স্বচ্ছশুভ্র ডিম

 মেঘ দিগন্তপ্রসারী ধূসর কালবেট -ইট-কাঠ

     আর নদী মৃত্তিকার ফসল সমৃদ্ধ স্বর্ণখনিজ

পলিথিনে আবৃতাচ্ছন্ন গেঁওখালির স্টীমার

 বিস্ময় আর পরিস্থিতি কাচের আয়নায় সমুদ্র শুকায়

 আমরা জঙ্গলকে খুন করি শিল্পের প্রচেষ্টায় বহুদিন-

 থেকে আঁকি টুকিটাকি চিত্রিত মাঠঘাট

 বালিশ তোশক বিছানায় ছুটন্ত গীতাঞ্জলি এক্সপ্রেস দু'মুখো কেউটে সাপের মতন

      -ভৌতিক -ভবিতব্য -আশ্লেষ --

মানুষের গুলি করা মানুষ পৃথিবীতে জন্ম নেবে স্বস্নেহে

       জেনে রাখো খয়েরি দেহের পাংশুটে মন-মনন



একদিন পঠিত কথিত রচিত লিখিত বাংলা ভাষার দেশ হবে শুধুই বাংলাদেশ।।



।।৬।।


ঘরের ছাদ ফেটে গেছে

এই ঘরে আমি থাকি

কবে ছাদ ভেঙে প'ড়ে

আমি হঠাৎ মারা যাবো



তোমার ঘরের ছাদ তো

 ভীষণ রকম ভালো আছে

 দীর্ঘদিন থাকা যাবে শুয়েবসে

আমাকে থাকতে দেবে? ভাড়া দেবো।।


।।৭।।


গিটারের তারে মাটি লেগে থাকেনা কোনোদিন

সব-ই ফর্সা কঙ্কণের মতন ঝকমকে পরিষ্কার

সুরের উদ্যানে পৌঁছে সবাই ঝংকার তুলেছে ড্রামে -গিটারে

স্প্যানিশ মূর্ছনায় তথাগত উচ্ছ্বসিত সারাপৃথিবী

তবে কেউ গিটার হাতে নিয়ে মাটির গান গাইনি কোনোদিন

তুমি গাইতে পারো পরিণামের সংশয় ছাড়া

তাতে নিজেস্ব স্বতন্ত্রতা এনে দেবে গান,,  ,,,,।।


বিশ্বরূপ বিশ্বাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন