হনন



এক প্রস্থ জমায়েত,উৎসগত যাপনের কয়েকশ দফার প্রস্তাব। সংগোপন শপথের বেহাত হয়ে যাওয়ার ভয়।প্রাত্যহিক গাছেদের লড়াই।আশ্বাস দেয় আমার শব্দের পয়গম্বর। আনুষ্ঠানিক শ্মশানযাত্রা।মুগ্ধতা পিছনে পড়ে থাকে।
আমিও ফিরব নিজের মত ঘরে,ঘর থেকে ঘরানায়।অবসাদের তিক্ততা চিতায় জ্বলতে থাকে...অসমাপ্ত।
আমিও ঘুমিয়ে পড়ি প্রতিদিনকার ঘোরে।আবেগ আর আবেগহীনতার দ্বন্দ্ব।ঘুমের মধ্যে আমি চন্ডাল হবার স্বপ্ন দেখি।আবার ঘুম ভেঙে ফিরে আসি ব্যস্ত দিনলিপিতে।
আর জ্বলতে থাকে চিতাগুলো, অনির্বাণ।অসমাপ্ত।


অংশুক মুখার্জী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন