ছায়া বাজি

 

   
      (১)
ফিরতি বাসে যে যার মতো
ব্যক সিটেড
ডানা নামিয়ে রাখলাম জানলার ওপাশে ভীষণ চুপচাপ-
আইলাইনার  এলিয়ে আরো গাঢ় হচ্ছে রাত

স্ক্রীনে
জানু  -

হোয়াট্স অ্যাপ কোরতেই আদিবাসী জোৎস্না-

খুলে খুলে যাচ্ছে  রাই

মডার্ণ ব্রান্ডেড---

                             (২)
এ জায়গার নাম দেওয়া যাক মিড পয়েন্ট
কিংবা---

গাছ মুরারী

অন্তক্ষরী নয়

একটা কবিতা শোনাবো বলে ভিখিরি হই রোজ

                            ( ৩)
ফিরে এসো কবি অরণ্য আঁকি , অরণ্যর গায়ে বাষ্পিত চুমুক
এই মাত্র যে নদী সাপ হয়ে গেলো ভাস্কার্যের আড়ালে

নগ্ন গিটার -

স্পর্শিত আঙুল জুড়ে 'অপরাধী ' ভাইরাল হতে হতে
ঢুকে যাচ্ছি অন্য গল্পে
ঠিক যেভাবে প্রতিটি নক্সার পেছনে নিষ্ঠুর প্রতিলিপি
কথার গায়ে ভনিতা হাত রাখা থাকে-

এইসব ছায়াবাজির পর


কুয়াশা নমে

পায়ে   পায়ে---


ভজন বিশ্বাস 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন